অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালালো মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশ। শুক্রবার বিকেলে মানিকগঞ্জ আউট পোস্টের অসি জিবা প্রধানের নেতৃত্বে খাড়িজা বেরুবাড়ি পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ১৫০টির বেশি গাঁজা কেঁটে আগুন ধরিয়ে দেয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁদের এই অভিযান লাগাতার জাড়ি থাকবে।