কাঁকসা: বিরুডিহার কাছে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং -এ ধাক্কা ছোট পিকআপ ভ্যানের,আহত চালক
সড়ক দুর্ঘটনায় আহত হলো এক ছোট পিকআপ ভ্যানের চালক।আজ দুপুরে ঘটনাটি ঘটে কাঁকসার বিরুডিহায় ১৯ নম্বর জাতীয় সড়কের কলকাতা গামী রাস্তায়।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।দুর্ঘটনার জেরে ১৯ নম্বর জাতীয় সড়কের কোলকতাগামী রাস্তায় যানচলাচল ব্যাহত হয়।পুলিশ আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপশি দুর্ঘটনাগ্রস্থ্ পিকআপ ভ্যান টিকে অন্যত্র সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে।