কুমারগ্রাম: কুমারগ্রাম চা-বাগানে অনুষ্ঠিত হল যাত্রা উৎসব, উপস্থিত রাজ্যসভার সাংসদ
বুধবার কুমারগ্রাম চা-বাগানে যাত্রা উৎসবে মেতে উঠলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। এদিন বিকেল নাগাদ যাত্রা উৎসব শেষ হয়। জানা গিয়েছে, দুর্গাপুজো উপলক্ষে প্রাচীন রীতি মেনে প্রতি বছরই যাত্রা উৎসব অনুষ্ঠিত হয় ডুয়ার্সের বিভিন্ন এলাকায়। নিজেদের সংস্কৃতির নাচ-গানের মধ্য দিয়ে যাত্রা উৎসবে শামিল হন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবড়াইক সহ অন্যরা।