নানুর: ফের অপারেশন প্রাপ্তি'তে সাফল্য নানুর থানার পুলিশের; উদ্ধার ২ টি হারিয়ে যাওয়া মোবাইল
Nanoor, Birbhum | Sep 21, 2025 অপারেশন প্রাপ্তি'তে একের পর এক সাফল্য অর্জন করে চলেছে নানুর থানার পুলিশ। বাদ গেল না রবিবারেও।উল্লেখ্য, শনিবার নানুরের বাসাপাড়া এলাকার মধ্যে দুই যুবকের ই মোবাইল ফোন দুটি হারিয়ে যায় পরে তারা নানুর থানার বাসাপাড়া পুলিশ ক্যাম্পে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ সেই ঘটনার তদন্তে নেমে মোবাইল দুটি উদ্ধার করে।এদিন ওই দুই যুবক কে বাসাপাড়া পুলিশ ক্যাম্পে ডেকে তাঁদের মোবাইল ফোন গুলি ফিরিয়ে দেয় পুলিশ।মোবাইল প্রাপক রা ফোন গুলি ফিরে পেয়ে অত্যন্ত খুশি।