হরিশ্চন্দ্রপুর ১: চুরি করতে এসে ধরা পড়ে গেল এক যুবক, ভবানীপুর যুবককে তুলে দেওয়া হল পুলিশের হাতে, উদ্ধার এসিড
গভীর রাতে অবসরপ্রাপ্ত হোম গার্ডের বাড়িতে চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। পলাতক দুই। উদ্ধার অ্যাসিডের বোতল ও বাইক। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার ভবানীপুর গ্রামে।ধৃত যুবকের নাম ফিরদৌস আলি। তিন জন একটি বাইকে করে ভবানীপুর গ্রামে আসে। প্রাক্তন হোমগার্ড সেখ সুলতানের বাড়ির ছাদে উঠে চুরির চেষ্টা চালায়। পরিবারের লোকেরা টের পেয়ে চিৎকার চেঁচামেচি করলে দুই যুবক ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।একজন ধরা পরে। ধৃতের কাজ থেকে দুই বোতল এসিড উদ্ধার হয়।