ভাঙড় ২: ভাঙ্গড়ে তৃণমূলের সভা থেকে আইএসএফ নেতাকে মাটিতে পুঁতে দেওয়ার হুঁশিয়ারি শওকত মোল্লার
ভাঙ্গড
ভাঙ্গড়ে তৃণমূলের সভা থেকে আইএসএফ নেতাকে মাটিতে পুঁতে দেওয়ার হুঁশিয়ারি শওকত মোল্লার। ভাঙ্গড় ২ নম্বর ব্লকের কাটাডাঙ্গায় যুব তৃণমূল কংগ্রেসের আয়োজিত জনসভায় বিস্ফোরক মন্তব্য করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। হাজারো কর্মী-সমর্থকের সামনে থেকে তিনি নাম না করে আইএসএফ নেতা কারিমুল ইসলামকে উদ্দেশ করে বলেন, “মাটিতে পুঁতে ফেলে দেবো তোমার বাপ নওশাদ আর আব্বাসও বাঁচাতে পারবে না।” ভাঙ্গড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকেও কড়া হুঁশিয়ারি শওকত মোল্লার।