বালুরঘাট: বাউলে বাউল পরমেশ্বর হাই স্কুলে বিএসএফের পক্ষ থেকে পালিত হল সচেতনতা শিবির
নারী পাচার রুখতে এ বার মাঠে নামল বিএসএফ। শুক্রবার বেলা একটা নাগাদ বাউল পরমেশ্বর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হল এক সচেতনতা শিবির। বিএসএফের উদ্যোগে হওয়া এ দিনের কর্মসূচিতে ভিড় জমালেন শিক্ষক, শিক্ষিকা ও পড়ুয়ারা।