রঘুনাথপুর ১: ফাঁস লাগানো মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার, ম্যাজিস্ট্রেট তদন্তের পর দেহ PM এ পাঠায় রঘুনাথপুর থানার পুলিশ
শশুর বাড়ি থেকে এক মহিলার গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে জানা গেছে বছর ২৫এর মৃত ঐ মহিলার নাম ঝুলন চন্দ।সে পরিবারের আত্মীয়দের সাথে আদ্রার রেল আবাসনে থাকত।জানা যায়,বুধবার ভোরে পরিবারের আত্মীয়রা তাকে চাদরের ফাঁস লাগানো অবস্হায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে ঐ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।