ধর্মনগর: কালী দীঘীর পাড়স্থিত নেতাজী মূর্তির পাদদেশে এগিয়ে চলো ক্লাবের প্রতীমা বিসর্জনে জনগণের উপচে পড়া ভীড়
শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরের কালী দীঘীর পাড়স্থিত নেতাজী মূর্তির পাদদেশে বাযপক সংখ্যক জনগণের ভীড় পরিলক্ষিত হয় এগিয়ে চলো ক্লাবের প্রতীমা বিসর্জনে।