নলহাটি ২: চেন্নাইএ রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে মৃত্যু হল নগরা গ্রামের এক শ্রমিকের, পরিবারে নেমে এসেছে শোকের ছায়া
আবারো রাজ্যের বাইরে কাজ করতে গিয়ে মৃত্যু হল নলহাটি দুই নম্বর ব্লকের নগরা গ্রামের এক পরিযায়ী শ্রমিকের। ঘটনাটি ঘটেছে আজ অর্থাৎ ৯ই অক্টোবর বৃহস্পতিবার আনুমানিক বিকেল চারটে নাগাদ তামিলনাড়ুর চেন্নাইএ।অর্থ উপার্জন করে পরিবারের মুখে অন্য যোগানোর জন্য সে রাজ্য ছেড়ে ভিন রাজ্যে অর্থাৎ চেন্নাই য়ে কাজ করতে গিয়েছিল । সেখানে সে রাজমিস্ত্রির কাজ করতো। কাজ করতে গিয়ে মাচান ভেঙ্গে পড়ে মৃত্যু হয়েছে বলে জানা যায়। মৃত পরিযায়ী শ্রমিকের নাম বাশির শেখ নগরা গ্রামে বাড়ি