রাজগঞ্জ: মালবাজারে বোধন ক্লাবের সার্বজনীন দুর্গাপূজাতে সিদুর খেলায় মেতে উঠল মহিলারা
চার দিনের পুজো শেষে উমা ফেরেন শ্বশুরবাড়ি। তার আগে চলে দেবীবরণের পর্ব। আলতা-সিঁদুর দান করে, উমাকে মিষ্টিমুখ করিয়ে, পান-সুপারি দিয়ে বরণ করার রেওয়াজ দীর্ঘদিনের। বরণ শেষে এয়োস্ত্রীরা মেতে ওঠেন সিঁদুর খেলায়। সিঁদুর পরিয়ে দেবীকে বলা হয়, ‘সর্বলোকের রঞ্জন পরমসৌন্দর্যযুক্ত সিঁদুর তিলক তোমার কপালকে মণ্ডিত করুক।’বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ মালবাজারে ১৮তম বর্ষের বোধন ক্লাবের সার্বজনীন দুর্গাপূজাতে এই সিদুর খেলায় মেতে উঠল মহিলারা।