বারাসাত ১: বারাসাত বনমালীপুর মৈত্রী সংঘের দূর্গা পুজো মন্ডপ উদ্বোধনে উপস্থিত পৌর প্রধান সহ অন্যরা
মহা চতুর্থীর শুভলগ্নে হতে চলেছে বারাসাত বনমালীপুর মৈত্রী সংঘের দুর্গা মন্ডপের শুভ দার উদঘাটন অনুষ্ঠান, ২০২৫ সালে বারাসাত বনমালীপুর মৈত্রী সংঘ ৫৫ তম বর্ষে পদার্পণ করেছে, ৫৫ তম বর্ষে মণ্ডপ কে সুদৃশ্য একটি মন্দিরের আদলে সাজিয়ে তুলেছে এই পুজো কমিটির পাশাপাশি সন্ধ্যকালীন এই অনুষ্ঠানে আদিবাসী নৃত্য ও বিশিষ্টজনদের উপস্থিতিতে ভোরে উঠেছে অনুষ্ঠান মঞ্চ, এই দিন এই অন