খরিদা সূত্রে প্রাপ্ত জমিতে গৃহ নির্মাণের উদ্দেশ্যে মাটি ফেলছিল এক গৃহবধূ। কিন্তু গৃহবধুর এক নিকট আত্মীয় সেই জমিতে মাটি ফেলতে বাধা দিচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয় বাড়িতে চড়াও হয়ে ওই গৃহবধূকে গালাগালি এবং মারধরের হুমকি দিয়েছে বলে অভিযোগ। শুক্রবার রাত ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের কামদেব কাটি গ্রামে। শনিবার বেলা এগারোটা নাগাদ দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রত্না সরকার নামে ঐ গৃহবধূ। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।