পুরুলিয়া ২: আদিবাসী কুড়র্মী সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতোর কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে তোলা হলো
আদিবাসী কুড়র্মী সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতোর বি টি সরকার রোডের কার্যালয় ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে ।ধৃত ব্যক্তিকে শুক্রবার দুপুরে আদালতে তোলা হলো। জানা গিয়েছে কার্যালয় ভাঙচুর করা ও জিনিসপত্র চুরির অভিযোগ করেছিলেন সেই ঘটনাতে ই গ্রেফতার করা হয় একজনকে।