ভগবানগোলা ১: ওলাপুরে সরকারি কাজের নিম্নমান নিয়ে গ্রামবাসীর বিক্ষোভ
ভগবানগোলা, মুর্শিদাবাদ, ২২ অক্টোবর: ওলাপুর গ্রামে সরকারি কাজের নিম্নমান নিয়ে আজ সকালে গ্রামবাসীরা প্রবল বিক্ষোভে ফেটে পড়েন। জানা গেছে, দীর্ঘদিন পর ওই গ্রামের গোরস্থানে যাওয়ার রাস্তা সংস্কারের কাজ শুরু হয় ৭ নম্বর হাবাসপুর অঞ্চলের পক্ষ থেকে। প্রায় দু’ লক্ষ ত্রিশ হাজার টাকার প্রকল্পে রাস্তা তৈরির দায়িত্ব দেওয়া হয় এক ঠিকাদারকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং কাজের গতি অত্যন্ত শ্লথ। আরও অভিযোগ, সরকারি