ইটাহারে মোবাইল ফোনের টাওয়ার এর ব্যাটারি চুরির ঘটনায় ইটাহারের পাতনলিয়া মহানন্দা নদীর ঘাট থেকে গ্রেফতার ভীন জেলার দুই যুবক। শুক্রবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেছেন। ধৃত রাজিবুল শেখ ও সোহেল সরকারের বাড়ি মালদহ জেলার চাঁচল থানা এলাকায়। জানা গিয়েছে, গত ২৩ ডিসেম্বর রাতে কাপাশিয়া অঞ্চলের কামারডাঙা গ্রামের একটি মোবাইল ফোনের টাওয়ারের যন্ত্রাংশের ঘর থেকে ১২ টি ব্যাটারি চুরি হয়।