বালি-জগাছা: হাওড়া বঙ্গবাসীর কাছে বিদ্যুতের পোস্ট হেলে যাওয়ায় আতঙ্ক পথ চলতি মানুষের
হাওড়া বঙ্গবাসির কাছে দুর্গা পুজোর হোডিং টাঙাবার জন্য বাঁশের ভেড়ি বাঁধা হয়েছিল। প্রাকৃতিক দুর্যোগের কারনে ওই বাঁশের ভেরি ভেঙে লাইট পোস্টে পরলে লাইট পোস্টটি জিটি রোডের উপর হেলে যায়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। পুলিশ ওই দিক দিয়ে যানবাহন ও লোকজন চলাচল বন্ধ করে দেয়। ঘটনাস্থলে সিভিল ডিফেন্স ও সি ই এস সি-র আধিকারীকরা।