আমতা ২: আমতার খালনাতে লক্ষ্মী প্রতিমার বিসর্জনের বিশেষ শোভাযাত্রা খালনা লক্ষ্মী পূজা সমন্বয় সমিতির পক্ষ থেকে উপস্থিত বিধায়ক
Amta 2, Howrah | Oct 8, 2025 হাওড়ার আমতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খালনাতে ঐতিহ্যমন্ডিত লক্ষ্মী প্রতিমার বিসর্জনের বিশেষ শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। খালনা লক্ষী পূজা সমন্বয় সমিতির উদ্যোগে এ বিশেষ শোভাযাত্রা অনুষ্ঠিত হলো আমতার খালনাতে । বুধবার আনুমানিক ৭:৩০ নাগাদ লক্ষী প্রতিমা বিসর্জনের এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল এবং বাংলা চলচ্চিত্রের নায়িকা প্রিয়াংকা সরকার সহ আরো বিশিষ্ট ব্যক্তিরা