কাটোয়া পুরসভার উদ্যোগে কন্যা সন্তান বাঁচাও, লিঙ্গ বৈষম্য দূর ও নাবালিকা বিবাহ রোধে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হল। শনিবার কাটোয়ার কাশীশ্বরী বালিকা বিদ্যালয়ে অষ্টম ও নবম শ্রেণির প্রায় ১৩০ জন ছাত্রীকে নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। প্রজেক্টারের মাধ্যমে পরিসংখ্যান ও চিত্রের সাহায্যে নাবালিকা বিবাহ, ভ্রূণ হত্যা ও লিঙ্গ বৈষম্যের ভয়াবহ দিক তুলে ধরা হয়। রাজ্য সরকার ও জাতীয় জনস্বাস্থ্য মিশনের সহযোগিতায় এই কর্মসূচি পরিচালিত হয়।