মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা ১ নম্বর ব্লকের বড়ুয়া এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো জনতা উন্নয়ন পার্টির নতুন কার্যালয়। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির ফিতে কেটে কার্যালয়ের উদ্বোধন করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শুক্রবার সন্ধ্যায় জানা গিয়েছে, সংগঠনকে আরও শক্তিশালী করা ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করার বার্তা উঠে আসে।