নয়াগ্রাম: নয়াগ্রামে ITI কলেজে উদ্বোধন ‘শান্তিনিকেতন ই-হাট’,গ্রামীন শিল্পকে ডিজিটালের মাধ্যমে বাজারের দোরগোড়ায় পৌঁছানোর উদ্যোগ
নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম গভর্নমেন্ট আইটিআই কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে চালু হল ‘শান্তিনিকেতন ই-হাট বা ই-মার্কেট’। শুক্রবার দুপুরে প্রদীপ প্রজ্জ্বলন করে এই প্রকল্পের উদ্বোধন করেন কলেজের প্রিন্সিপাল অনিমেষ মন্ডল। কলেজ সূত্রে জানা গেছে, গ্রামীন শিল্প, স্থানীয় সংস্কৃতি এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এক নতুন অর্থনৈতিক দিগন্ত তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ। উদ্যোক্তাদের দাবি—এই প্রকল্প গ্রামাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।