কোচবিহার ১: মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করতে চলেছে কোচবিহার জেলা পুলিশ।
কোচবিহার কোতোয়ালি থানার আই/সি তপন পালের বিশেষ পরিকল্পনা, কোচবিহার জেলা পুলিশের উদ্যোগ, শতকন্ঠ পরিবার-এর ব্যবস্থাপনা এবং জেলার সক্রিয় সমাজকর্মীদের সহযোগিতায় ১২ ই জানুয়ারি সোমবার সকাল ১০টায় রাসমেলা ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০০০ ইউনিটের বৃহৎ ব্লাড ডোনেশন উৎসব। কোচবিহার জেলায় এই প্রথমবারের মতো এত বড় পরিসরের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে। যা ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে উৎসাহের সঞ্চার করেছে।