কুশমুণ্ডী: বারঘরিয়া এলাকায় বিষপানের আত্মঘাতী এক যুবক নেমে এলো শোকের ছায়া
কুশমন্ডি ব্লকের বারঘরিয়া এলাকায় বিষপানে আত্মঘাতী এক যুবক। মৃতের নাম দীপঙ্কর রায় (৩০)। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বাড়িতেই বিষ পান করেন তিনি। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তড়িঘড়ি তাকে উদ্ধার করে কালদিঘি হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মৃত্যু হয় দীপঙ্করের। ঘটনার খবর পেয়ে পুলিশ যুবকের মৃতদেহযুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় বালুরঘাট পুলিশ মর্গে।