নন্দীগ্রাম ১: সরকারী প্রকল্পের কাজ করে বকেয়া টাকা না পেয়ে BDO অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ ঠিকাদারদের,আজ BJP তৃণমূল দূষলো একে অপরকে
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ব্লকে সরকারী প্রকল্পে কাজ করে টাকা না পেয়ে গতকাল BDO অফিসের দুটি গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো নন্দীগ্রাম-১ব্লকের ঠিকাদারদের।এই ঘটনায় নন্দীগ্রামে শুরু রাজনৈতিক তারজা,BJPর তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাদ পাল রাজ্যের শাসকদল তৃণমূল ও তার প্রশাসনকে দায়ী করে বলেন সরকার ফান্ড ক্রিয়েট না করে কেন কাজ করাবে তাই ঠিকাদার রা টাকা পাচ্ছে না। MLA,MP ফান্ডের প্রসঙ্গে মেঘনাদ বাবুর স্পষ্ট জবাব এই সব কাজের ফান্ড ক্রিয়েট করেন DM