খোয়াই: সমবাইরা বাজারে জনতার হাত থেকে বাংলাদেশীদের উদ্ধার করে পুলিশ থানাতে নিয়ে আসে
Khowai, Khowai | Oct 31, 2025 আশারামবাড়ির সমবাইরা বাজারে গতকালের রাতে দুটি অটো আটক করেছে স্থানীয়রা সন্দেহমূলক। এই অটোতে ছিল বাংলাদেশী। সেই প্রথমেই অটুট চালক দুইজনকে বেধড়ক মারধর করে স্থানীয়রা। এই ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ। পরবর্তী সময় উত্তপ্ত পরিস্থিতি। পরিস্থিতিতে পুলিশ বাংলাদেশি ও স্থানীয় এবং অটোচালক দুইজনকে উদ্ধার করে থানাতে নিয়ে আসে।