ভগবানগোলা ১: ভগবানগোলার নহরপাড়ায় মা-মেয়েকে মারধর, থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি
ভগবানগোলার নহরপাড়ায় আজ দুপুর প্রায় ১২টা ৩০ মিনিট নাগাদ পারিবারিক কলহকে কেন্দ্র করে মা ও মেয়েকে মারধরের অভিযোগ ওঠে। আহতদের নাম তুরজমা বিবি ও সাইমা খাতুন। অভিযোগ, তাদের উপর হামলা চালায় পরিবারের সদস্য সাদ্দাম সেখ, জোহরা বিবি ও সামাদ সেখ। আহতদের মধ্যে তুরজমা বিবির মাথায় চোট লাগে। স্থানীয়রা প্রথমে তাদের উদ্ধার করে ভগবানগোলার কানাপুকুর ব্লকবাস তথ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান। পরে আহতরা ভগবানগোলা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়