নলহাটি ২: ভদ্রপুর গ্রামে বিজেপির তিরঙ্গা যাত্রায় উপস্থিত জেলা সভাপতি সহ আরো অনান্য নেতৃত্বরা
কাশ্মীরে পেহেলগাও এর ঘটনায় ভারতীয় সেনাবাহিনীদের সম্মান জানিয়ে বিজেপির ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে তিরাঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় ১১ জুন বুধবার বিকেল চারটে নাগাদ ভদ্রপুর গ্রামে। জানা যায় কাশ্মীরের পেহেলগাও কাণ্ডে পাকিস্তানের মদতপুষ্ঠ জঙ্গিরা যে নির্মম হত্যা লীলা চালিয়েছিলেন ,তারই প্রতিবাদে সেনাবাহিনীরা পাকিস্তান ঢুকে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়ে যোগ্য জবাব দেয়। নিহত পরিবারদের সমবেদনা জানিয়ে ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে বিজেপির তিরাঙ্গা যাত্রা।