বাগনান ১: বাগনানে১৬ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই গৃহবধূর
বাগনানে১৬ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই গৃহবধূর ।ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল দুই গৃহবধূর। বুধবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটে বাগনান ঈশ্বরীপুর মুম্বই রোঠডে। পুলিশ জানাই মৃত দুই গৃহবধুর নাম ময়না মণ্ডল (৬০) ও মিনা মণ্ডল (৫০) । বাড়ি ঈশ্বরীপুর। একই পরিবারের দুই জা এদিন সকালে বাজার করতে যাচ্ছিলেন। বাড়ির সামনেই মুম্বই রোড ধরে দেউলটিতে বাজার করতে যাচ্ছিলেন, সেই সময় কোলাঘাটমুখী একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে দুই গৃহবধূকে ধাক্কা মেরে নয়নজুলি