মাদারিহাট: রবিবার বীরপাড়ায় বৈঠক করে ১৮ সেপ্টেম্বর থেকে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিল বিটিডব্লিউইউ
রবিবার বীরপাড়ায় বৈঠক করে ১৮ সেপ্টেম্বর থেকে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিল চা শ্রমিক সংগঠন বিটিডব্লিউইউ। বৈঠকে ছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ তথা বিটিডব্লিউইউয়ের চেয়ারম্যান মনোজ টিগ্গা, নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা, বিটিডব্লিউইউয়ের সভাপতি যুগল ঝা, তিনজন সাধারণ সম্পাদক রাজেশ বারলা, সন্তোষ হাতি, মহেশ বাগে, সহসভাপতি অমরনাথ ঝা, কিশোর বিশ্বকর্মা, লুইস কুজুর প্রমুখ। মনোজ জানান সম্প্রতি শ্রম দপ্তর চা শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার পরামর্শ দিয়েছে ম