ধর্মনগর: উত্তর জেলার ধর্মনগরের আলগাপুরে ফেরার কয়েদীদের আটক করতে পুলিশের অভিযান চলছে জোর কদমে
উত্তর জেলার ধর্মনগরে ফেরার কয়েদীদের আটক করতে পুলিশের অভিযান চলছে জোর কদমে। গত বুধবার নবমীর দিন ধর্মনগরের কালিকাপুর জেল থেকে ৬ জন কয়দি পালিয়ে যায়,যাকে ঘিরে চাঞ্চল্য বিরাজ করে গোটা উত্তর জেলায়। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। এরপর পুলিশ পালিয়ে যাওয়া কয়দিদের ধরতে অভিযান শুরু করে।