মথুরাপুর ২: লক্ষ্মীর মোড় যুবক সংঘ ও গ্রামবাসীর উদ্যোগে রাসমেলার আয়োজন
দিঘীরপাড় বকুলতলা গ্রাম পঞ্চায়েতের অধীনে লক্ষ্মীর মোড় যুবক সংঘের পরিচালনায় এবং গ্রামবাসীবৃন্দের সহযোগিতায় আজ অর্থাৎ বুধবার রাত আটটা নাগাদ থেকে শুরু হয়েছে শ্রী শ্রী রাধাগোবিন্দের রাসমেলা এ বছর তাদের এই রাসমেলা একুশ বছরের পদার্পণ করল এলাকার জনগণের মনে আনন্দ দিতে কৃষ্ণনগরের লাইটিং এর পাশাপাশি অটোমেটি কায়দায় বিভিন্ন ধরনের বৈচিত্র তুলে ধরা হয় আর আমরা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি পাবলিক অ্যাপে