কালচিনি: মধু চৌপতি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সজোরে ধাক্কা একটি গাড়ির, ভাগ্যের জোড়ে প্রাণে বাঁচলেন চালক
মধু চৌপতি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সজোরে ধাক্কা একটি গাড়ির, ভাগ্যের জোড়ে প্রাণে বাঁচলেন চালক, এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা। কালচিনি ব্লকের মধু চৌপথির ঘটনা।স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে সড়কেই ধারে থাকা বিদ্যুতের খুটিতে।এ ঘটনায় সড়কে ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি।বেশ কিছুক্ষণ বন্ধ থাকে রাজ্য সড়কে যানচলাচলও।যদিও এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই। বিদ্যুতের খুঁটি সরিয়ে ফেললে স্বাভাবিক হয়।