ফালাকাটা: সিপিএমের পক্ষ থেকে ফালাকাটার বিডিও অফিসে এক ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়
১০০ দিনের কাজ সহ বিভিন্ন দফা দাবিকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে সিপিএমের পক্ষ থেকে ফালাকাটার বিডিও অফিসে এক ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। তবে এদিন অফিসে বিডিওর অনুপস্থিতির কারণে ডেপুটেশন গ্রহণ না হওয়ায় সিপিএম কর্মীরা ব্লক অফিস চত্বরে অবস্থান বিক্ষোভে বসেন। পরে ঘটনার খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। দীর্ঘক্ষণ অবস্থান চলার পর অবশেষে বিডিওর প্রতিনিধি এসে ডেপুটেশন গ্রহণ করেন। এর পরেই আন্দোলনকারীরা তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন।