ফরিদপুর দুর্গাপুর: দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের ২৬জনের নতুন কমিটি গঠন
দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন হলো আজ মঙ্গলবার। এদিন দুপুর প্রায় তিনটে নাগাদ অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন বিকেল প্রায় পাঁচটা নাগাদ জানা গিয়েছে, সভাপতি সম্পাদকসহ মোট ২৬ জনকে নিয়ে এই নতুন কমিটি গঠন করা হয়েছে, যেখানে নবনির্বাচিত সভাপতি হয়েছেন সঞ্জীব কুন্ডু, সম্পাদক হয়েছেন কল্লোল ঘোষ।