শীতলকুচি: কটবাশ এলাকায় পুকুরের জলে ডুবে মৃত আট বছরে কিশোরী
শীতলকুচি ব্লকের গোঁসাইরহাট অঞ্চলের অন্তর্গত কটবাশ এলাকায়। জানা যায় ওই কিশোরী আজ সকাল বেলা স্নান করার জন্য বাড়ির পাশেই পুকুরের জলে নামে তখন কেউ তার সঙ্গে ছিল না। বাড়ির লোকেরা এ বিষয়ে কোনো খেয়াল রাখেনি। পড়ে দেখতে পায় মেয়েটি অনেক আগে স্নান করতে যাওয়ার পরেও বাড়িতে আসছে না ।তখন বাড়ির লোকেরা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে কিশোরীকে পুকুরের জলের নিচ থেকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত তাকে মৃত বলে ঘোষণা করে।