আজ অর্থাৎ মঙ্গলবার বিকাল চারটে নাগাদ ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লার নির্দেশে,২০২৬ বিধানসভা নির্বাচন কে সামনে রেখে ভাঙ্গড বিধানসভার শানপুকুর অঞ্চল এ কাটজ্বালা মানিকতলা ১২৮ নম্বর বুথ এ রাজনৈতিক কর্মীসভার মধ্যে দিয়ে উন্নয়নের পাঁচালী ও উন্নয়নের সংলাপ কর্মসূচি অনুষ্ঠিত হলো।উপস্থিত ছিলেন ভাঙ্গড় ২ ব্লকের সংখ্যালঘু সেল সভাপতি তথা শানপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক মহাসিন গাজী সহ ওই অঞ্চলের সমস্ত নেতৃত্ব।