হবিবপুর: বিশ্বকর্মা প্রতিমা তৈরিতে শেষ মুহূর্তের ব্যস্ততা, বৃষ্টির মধ্যেও দিন-রাত পরিশ্রম চালাচ্ছেন বক্সীনগরের চারু পাল
হবিবপুর ব্লকের আইহো বক্সীনগর নির্মলা শিল্পালয়ে এখন চলছে বিশ্বকর্মা পুজোর জোর প্রস্তুতি। মৃৎশিল্পী চারুপাল দিন-রাত এক করে প্রতিমা গড়ার কাজে ব্যস্ত। জানা গিয়েছে, এ বছর প্রায় ৬০ থেকে ৬৫টি বিশ্বকর্মা প্রতিমা তৈরি করছেন তিনি। হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি থাকায় শিল্পালয়ে ব্যস্ততার চিত্র চোখে পড়ছে। প্রতিমা সাজানো থেকে রঙের কাজ—সব কিছুতেই এখন শেষ মুহূর্তের তোড়জোড় চলছে।