কুড়মী সমাজের শহীদ গণেশ মাহাতোর স্মৃতিতে আজ বড়সড়ো একটি টুসু মেলার আয়োজন করা হলো ঝালদা ২ নম্বর ব্লকের চিরুগোড়া এলাকাতে । সেখানে আদিবাসী কুড়মী সমাজের মূল খুঁটি মূল মানতা অজিত প্রসাদ মাহাতো এবং স্থানীয় জয়পুর বিধানসভার বিধায়ক নরহরি মাহাতোর সহ অন্যরা উপস্থিত ছিলেন ।