শালবনি: লক্ষীপূজোর দিন শালবনি ব্লকের বরাগাদা গ্রামে সাপ্তাহিক গ্রামীণ হাটের উদ্বোধন
আজ সোমবার লক্ষী পূজার দিন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ৯ নম্বর কাশিজোড়া অঞ্চলের বরাগাদা চক সংলগ্ন ময়দানে বরাগাদা চক সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সাপ্তাহিক গ্রামীণ হাটের শুভ উদ্বোধন করা হয়। প্রতি সোমবার বিকালে বরাগাদা চক সংলগ্ন ময়দানে সাপ্তাহিক গ্রামীণ হাটের পাশাপাশি মোরগ লড়াই অনুষ্ঠিত হবে বলে হাট কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। এদিন হাটের উদ্বোধনী দিনে ব্যবসায়ী ও ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।