রঘুনাথপুর ২: ইছর গ্রামে ফাঁসে যুবকের মৃত্যু,হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে PMএ পাঠাল রঘুনাথপুর থানার পুলিশ
মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক যুবক।মৃত ঐ যুবকের নাম নির্মল কুম্ভকার।বাড়ি পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের ইছর গ্রামে।জানা যায় শুক্রবার গভীর রাতে নির্মলকে তার পরিবারের আত্মীয়রা ও স্হানীয়রা একটি গাছে জামার ফাঁস লাগানো অবস্হায় ঝুলতে দেখে ফাঁস কেটে তাকে উদ্ধার করে চেলিয়ামার বাঁন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে ঐ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।