রায়গঞ্জ: দশমী ছাড়ার পরই শুরু হবে প্রতিমা নিরঞ্জন, প্রস্তুতি খতিয়ে দেখলেন রায়গঞ্জে পুরপ্রশাসক
সন্দীপ বিশ্বাস
দুর্গাপুজো শেষেই দশমীতে মায়ের ফিরে যাওয়ার পালা। আর নিয়ম মেনে পঞ্জিকা মতে দশমী ছাড়ার পর থেকেই শুরু হবে বিসর্জন।বুধবার দুপুরে নবমীর দিন যেখানে রায়গঞ্জ পৌরসভার অন্তর্গত দুটি শ্মশান ঘাট যথাক্রমে পৌর শ্মশান ও পারাপার শ্মশানে প্রতিমা নিরঞ্জন এর কাজ শুরু হবে। সেই উপলক্ষে এদিন দুপুরে শ্মশান ঘাটের ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ ওয়ার্ডের ওয়ার্ড কো অর্ডিনেটর তপন দাস।