ময়নাগুড়ি: পুজোর আগে রেলগেট এলাকার অসহায় মদন মন্ডলের হাতে এক মাসের খাদ্য সামগ্রী তুলে দিলেন ময়নাগুড়ির এক ব্যক্তি
পুজোর আগে অসহায় মদন মন্ডলের হাতে এক মাসের খাদ্য সামগ্রী তুলে দিলেন ময়নাগুড়ির এক ব্যক্তি। দূর্গা পূজার আগে,বিশেষ চাহিদা সম্পন্ন সরলা মন্ডলের পরিবারের হাতে এক মাসের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সমগ্রী তুলে দিলেন এক সমাজসেবী। রবিবার ময়নাগুড়ি খাগড়াবাড়ি ১নং গ্রাম পঞ্চায়েতের উত্তর খাগড়া বাড়ি অধীন রেলগেট এলাকার বাসিন্দা প্রায় ১০০ বছর ছুঁই ছুঁই মদন মন্ডল, এবং তার স্ত্রী মালা রানী মন্ডল, সেই সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন মেয়ে সরলা মন্ডল কে নিয়ে বসবাস করেন