নন্দীগ্রাম ১: নারী নির্যাতন,ধর্ষণ,খুনের পেছনে শাসকদলের প্রত্যক্ষ ও পরোক্ষ মদত,আজ গড়চক্রবেড়িয়ায় বলেন প্রদীপ দাস
পূর্ব মেদিনীপুর জেলার গড়চক্রবেড়িয়ায় শরৎচন্দ্র শিক্ষানিকেতনে আজ অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের জন্মদিন আবৃত্তি,সঙ্গীত, আলোচনা সভার মধ্য দিয়েই অনুষ্ঠিত হয়।এই আলোচনা সভায় বর্তমান সামাজিক প্রেক্ষাপটের বিভিন্ন বিষয়ে বিশেষ করে রাজ্যের ক্রমাগত নারী নির্যাতন,খুন ধর্ষণের মত অপরাধ বক্তব্যে তুলে ধরেন।আজকের মুখ্য আলোচক বিপ্লবী জনমত পত্রিকার সম্পাদক মন্ডলীর সদস্য প্রদীপ দাস বলেন অভয়ার কান্ড থেকে সম্প্রতি পাঁশকুড়াসুপার স্পেসিলিটি হাসপাতালে কর্মরত এক মহিলা কর্মীক