ফরাক্কা: বিড়ি শ্রমিকদের তৈরি তারাপুর হসপিটালে সাত দফা দাবি নিয়ে মিছিল ও ডেপুটেশন দিল CITU ফারাক্কা ব্লক কমিটির
আজ বিডি শ্রমিকদের তৈরি তারাপুর হসপিটালে সাত দফা দাবি নিয়ে মিছিল ও ডেপুটেশন দিল CITU ফারাক্কা ব্লক কমিটি। প্রথমে আকুরা থেকে মিছিল শুরু হয় সেই মিছিল 12 নাম্বার জাতীয় সড়ক ধরে আসে তারাপুরে। সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা হয়। পরে পাঁচজনের প্রতিনিধি দল হসপিটাল কর্তৃপক্ষের কাছে ডেপোরেশন দেয়। উপস্থিত ছিলেন CITU ব্লক সম্পাদক মোজাফফর হোসেন সভাপতি দিলীপ মিশ্র মতিউর শেখ আমিনুল হোসেন মিয়া ও অন্যান্য নেতৃত্বরা