শ্রীরামপুর-উত্তরপাড়া: হিন্দুত্ববাদী RSS এর কোপে রবীন্দ্রনাথ, এই শীর্ষক প্রতিবাদ সভা সংগঠিত হয় হুগলীর উত্তরপাড়ায়
হিন্দুত্ববাদী RSS এর কোপে রবীন্দ্রনাথ, এই শীর্ষক প্রতিবাদ সভা সংগঠিত হয় হুগলীর উত্তরপাড়া গৌরী সিনেমা হলে'র উল্টো দিকে। উত্তরপাড়ার বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সম্মিলিত উদ্যোগে আজ বিকেল পাঁচটা নাগাদ এই প্রতিবাদ সভা কথায় গানে আবৃত্তিতে আসামে বি জে পি' র সাম্প্রতিক নির্দেশের বিরুদ্ধে সরগরম হয়ে ওঠে। রাজনীতির বাইরে এই সভায় এলাকার বহু রবীন্দ্র প্রেমীর উপস্থিতি সোচ্চারে জানান দেয়, আর এস এস - বি জে পি'র ফতোয়া আমার দেশে মানছি না।