জলপাইগুড়ি: তিস্তার জল হুহু করে বাড়ছে, জলমগ্ন বিবেকানন্দ পল্লী, পরিদর্শনে DM ও SP
একই অতিভারী বৃষ্টিতে পাহাড় ও সমতল দুই এলাকা জলে ডুবে গেছে। এর সঙ্গে জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে বিপুল পরিমাণ জল ছাড়ায় তিস্তার জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছাড়িয়েছে। ইতিমধ্যেই নদীতে জারি করা হয়েছে লাল সংকেত। তীব্র স্রোতের ফলে একাধিক জায়গায় তিস্তার বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রবিবার সকাল থেকেই স্থানীয় মানুষ নিজেরা বালির বস্তা, মাটি ও পাথর ফেলে বাঁধ রক্ষায় প্রাণপণ লড়াই চালাচ্ছেন। দক্ষিণ বিবেকানন্দ পল্লী এলাকায় তিস্তার জল ঢুকে পড়ায় আত