খানাকুল ১: BDO'কে হুঙ্কার বিধায়কের,পাল্টা তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে বিরূপ মন্তব্যের অভিযোগ,উত্তপ্ত পরিস্থিতি খানাকুল-1 BDO অফিসে
BDO'কে হুঙ্কার বিধায়কের,পাল্টা তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে বিরূপ মন্তব্য করার অভিযোগ,উত্তপ্ত পরিস্থিতি খানাকুল 1নং BDO অফিসে।জানা গেছে,এদিন BDO'র সাথে দেখা করতে গিয়েছিলেন খানাকুলের বিধায়ক।সেখানেই তিনি BDO'কে হুঙ্কার দেন।বিধায়কের অভিযোগ,কাজ না করে BDO মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।মিটিংয়ের সময় তৃণমূল নেতাদের ভিতরে প্রবেশ করিয়ে নেন BDO।BDO'র পাল্টা অভিযোগ বিধায়ক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছিলেন।প্রতিবাদ করাতেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি।