বিনপুর ১: পাপটপুরে আয়োজিত হল আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকারের শিবির
বিনপুর ১ ব্লকের পাপটপুরে আয়োজিত হল আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকারের শিবির। বুধবার সকাল থেকেই শিবিরে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই শিবির।