ধূপগুড়ি: মালব্লকের ডামডিমে বৌদ্ধ গুম্ফার পিছনে ছোট জঙ্গলের কাছে একটি অসুস্থ এক বুনো হাতির উপর নজরদারী শুরু করল বনকর্মিরা
মালব্লকের ডামডিমে বৌদ্ধ গুম্ফার পিছনে ছোট জঙ্গলের কাছে একটি অসুস্থ এক বুনো হাতির উপর নজরদারী শুরু করল মালস্কোয়াডের বনকর্মিরা। শনিবার সকাল থেকে বিকেল পাচটা পর্যন্ত হাতিটিকে ডামডিম বৌদ্ধ গুম্হা এলাকায় দেখা যায়। মাঝে মাঝে পাশের ধানের ক্ষেতে গিয়ে আহার সারছে আবার কখনো মাঠের মধ্যে এদিকওদিক শুয়ে পড়ছে। হাতিটির চলাফেরা যথেষ্ট মন্থর। বন কর্মীরা পর্যবেক্ষণ করে চলছেন।