বালি-জগাছা: হাওড়া পুরসভার নতুন শৌচালয় পরিদর্শনে এলেন পুরসভার প্রশাসক মন্ডলী চেয়ারম্যান সুজয় চক্রবর্তী।
রামকৃষ্ণপুর ঘাটে প্রচুর ঠাকুর বিসর্জন হয় এবং সেই উপলক্ষে প্রচুর মানুষ এখানে আসে। সেইজন্য এখানকার শৌচালয় ঠিকঠাক আছে কিনা দেখতে এলাম। শুধু তাই নয় পুজো পারপাস যে সমস্ত শৌচালয় গুলি প্রয়োজন সেইগুলো আমরা পুরসভার পক্ষ থেকে চিহ্নিত করে দেখা হচ্ছে। যেখানে পর্যাপ্ত জল নেই, লাইট নেই সেই সমস্ত জায়গায় আমরা জল লাইটের ব্যবস্থা করে দেব। যাতে মানুষের কোন অসুবিধা না হয়। প্রসঙ্গত হাওড়া পুরসভা এলাকায় ১০০ টি টয়লেট আছে।